Ads

সর্পগন্ধার ব‍্যবহার

সর্পগন্ধা একটি জাতীয় উদ্ভিদ আয়ুর্বেদিক চিকিৎসায় এর ব্যবহার আছে। এই গুল্মটির পাতা ছোট ছোট ডগা ও পাতার ডগা সরু ।
উৎস:
ভারতবর্ষের সর্বত্র পাওয়া যায় বাংলাদেশে প্রচুর জন্মে। ডিসেম্বর-জানুয়ারি মাসে মাটি খুঁড়ে শেকড় তোলা হয় । সে কোডগুলি পানিতে ভালোভাবে ধুয়ে তারপর রোদে শুকিয়ে ব্যবহার করা হয়। চীনের 50 টি মৌলিক গাছের মধ্যে সর্পগন্ধা একটি ।
বর্ণনা:
সেরা পিন হচ্ছে এক ধরনের আলকালইড উদ্ভিদ থেকে পাওয়া যায় ।1952 সালে সর্বপ্রথম সর্পগন্ধা উদ্ভিদের শিকড় থেকে পৃথক করা হয় । যা প্রাকৃতিক উপায়ে বিভিন্ন চিকিৎসায় ব্যবহার করা হয় সিরাপ ইন উচ্চ রক্তচাপ কলেরা ও বিভিন্ন কাজ করে বর্তমানে আধুনিক চিকিৎসায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রিসারপিন ব্যবহার করা হয়। রেসারপিন এর রাসায়নিক গঠন হচ্ছে (C33H40N2O9) এবং এর ওজন 608.58। রিসখরপিন পানিতে রেসারপিন পানিতে অদ্রবণীয় কিন্তু ক্লোরোফরম ক্লোরাইড অ্যাসিটিক এসিড দ্রবণীয় রেসারপিন এর গলনাংক ও 264 পয়েন্ট 5 ডিগ্রী সেলসিয়াস রেসারপিন হালকা হলুদ বর্ণের এবং এটা গন্ধহীন ক্রিস্টালাইন পাউডার রেসারপিন এর রাসায়নিক নাম মিথাইল 18 বি -হাইড্রোকি -11,17 আলফা ডাইমিথোস্কি ৩বি।
রাসায়নিক উপাদান:
সর্পগন্ধার শিকড়ে বা মূলে ইনডোল এলকালয়েডরেয়েছে যাতে রিসারপিন, ডিসারপিন, রেসিনামিন থাকে। অন্যান্যের মধ্যে আজমলীন, আজমালিসিন, সার্পেটাইন , অলিরোসিন ও আনস্যারচুরেটিড এলকোহল ইত্যাদি রয়েছে।
ইনডোল এলকালয়েডরেয়েছে যাতে রিসারপিন, ডিসারপিন, রেসিনামিন থাকে। অন্যান্যের মধ্যে আজমলীন, আজমালিসিন, সার্পেটাইন , অলিরোসিন ও আনস্যারচুরেটিড এলকোহল ইত্যাদি রয়েছে।
উপকারিতা:
যে বাড়ীতে সর্পগন্ধা থাকে সে বাড়ীতে সাপ আসে না। গাছের মূল নানা প্রকার রোগের চিকিত্সায় লাগে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসে। সর্পগন্ধার মূল চুর্ণ করে অল্প পরিমাণ খেলে উত্তেজনা প্রশমিত হয় ও ঘুম ভাল হয়। দৈহিক দুবর্লতা ও মানসিক অবসাদজনিত রোগেও মূলের চূর্ণ ব্যবহৃত হয়।স্কিৎসোপ্রেনিয়ার রোগীরা এতে উপকৃত হয়। সাধারণ জ্বর এবং পেটের গোলমালেও উপকারী। তবে ব্রঙ্কাইটিস, হাপানি, গ্যাসট্রিক আলসারে এর ব্যবহার ক্ষতিকর।
স্কিৎসোপ্রেনিয়ার রোগীরা এতে উপকৃত হয়। সাধারণ জ্বর এবং পেটের গোলমালেও উপকারী। তবে ব্রঙ্কাইটিস, হাপানি, গ্যাসট্রিক আলসারে এর ব্যবহার ক্ষতিকর।
উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে:
রিসারপিন সর্পগন্ধার সি করে পাওয়া যায় যা উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে কাজ করে 1952 সালে এক গবেষণায় দেখা যায় যে এক ধরনের এল এড আলকালইড যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কাজ করে সর্পগন্ধা 20 ধরনের অ্যালকালঢয়েড আছে যা, সিস্টোলিক ও ডায়াস্টোলিক প্রেসার কমিয়ে দেই 39 জন রোগী নিয়ে পরীক্ষায় দেখা যায় যে ,তারা যদি রিসারপিন গ্রহণ করে তাদের 17 মিলিমিটার মার্কারি থাকে রেসারপিন রক্তবাহী শিরা গুলো কে রক্ত চলাচল স্বাভাবিক রাখে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে কার্যকর ভূমিকা পালন করে
SHARE

Author

Hi, Its me Hafeez. A webdesigner, blogspot developer and UI/UX Designer. I am a certified Themeforest top Author and Front-End Developer. I'am business speaker, marketer, Blogger and Javascript Programmer.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Comments: