জন্ম ও বংশ পরিচয়:- প্রকূত নাম আলী ইবন অাবু তালিব । তিনি ইসলামের চতুর্থ ও শেষ খলিফা ।তিনি ছিলেন রসুল সা: এর চাচা আবু তালিবের পুত্র ।তার মাতার নাম ফাতিমা বিনতে আসাদ ।হযরত আলী কুরাইশ বংশে জন্ম গ্রহন করেন ।শিশু বয়স থেকেই তিনি মহানবি হযরত সা: এর সজ্ঞে লালিত পালিত হন । ইসলামের ইতিহাসে তিনি পুরুষদের মধ্যে সর্বপ্রথম নবী সা: এর সাথে নামাজ আদায় করেন । নবুয়তের ডাকে তিনি সাড়া দিয়ে মাত্র ১০ বছর বয়সে হযরত আলী রা: ইসলাম গ্রহন করেন ।তিনি ছিলেন অকুতোভয় নেতা ।বদরের যুদ্ধে বীরত্বের জন্য নবি সা: জুলফিকার তরবারি উপহার দেন । খাইবারের সুরক্ষীত দূর্গ জয় করলে মহানবী সা: তাকে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ উপাধি দেন । মহানবী সা: এর চাচাতো ভাই এবং জামাতা ইসলামের ৪র্থ খলিফা হযরত আলী ছিলেন অসাধারন জ্ঞানের অধিকারী । হযরত আলী কত গুনী মহানবী সা: এর হাদিস টি দেখলে বোঝা যাই । হাদিসে বলা হয়েছে ----- "আমি জ্ঞানের শহর হলে হযরত আলী সেই জ্ঞানের দরজা ।"
হযরত আলী রা এর কিছু গুরুত্বপূর্ণ ও মূল্য্যবান বানী :
১. লোকের যেসমস্ত দোষ ত্রুটির উপর আল্লাহ পর তার দিয়ে রেখেছেন তা তুই তোর কাজ করার চেষ্টা করো না
২. অজ্ঞদের মৃত্যুবরণ করার আগেই মৃত অবস্থায় কাল যাপন করতে হয় এবং সমাধিস্থল হওয়ার আগেই তাদের শরীর কবরের আধারে সময় তো কেউ না তাদের অন্তর মৃত আর মৃত্যুর স্থান কবর
৩. অসৎ লোকের ধন দৌলত পৃথিবীতে সৃষ্ট জীবের বিপদাপদের কারণ হয়ে দাঁড়ায়
৪. অত্যাচারীর বিরুদ্ধে অত্যাচারিতের অন্তরে যে বিদ্বেষাগ্নির জম্ম হয় তা অত্যাচারীকে ভষ্ম করেই ক্ষান্ত হয় না, সেও আগুনের শিখায় অনেক কিছুই দগ্ধিভূত হয়।
৪. আত্মতুষ্টি নিশ্চিত ভাবে নির্বুদ্ধিতার লক্ষন
৫. আপনার দ্বারা নেক কাজ সাধিত হলে আল্লাহ তা'আলার প্রশংসা করুন এবং যখন অসফল হবেন তার কাছে ক্ষমা প্রার্থনা করেন
৬. ওল্ড বেস্ট কে জয় করাই পরম বিজয়
৭.নিজের মহানুভবতা কথা গোপন রাখ আর তোমার প্রতি অন্যের মহানুভবতা কথা প্রচার কর।
৮. পাপ কাজে করে লজ্জিত হলে পাপ কমে যায় আর পুণ্য কাজ করে গর্ববোধ করলে পুণ্য বরবাদ হয়ে যায়
৯. জৈবনিক অপচয় কৃত সময়ের ক্ষতি অবশ্যই পূরণ করতে হবে তবে সন্তোষজনক সমাপ্তি অনুসন্ধান কর
১০. বিপদে অস্থিরতা নিজেই একটি বড় বিপদ
১১. বুদ্ধিমানেরা বিনয়ের দ্বারা সম্মান অর্জন করে আর বোকারা ঔদ্ধত্য দ্বারা অপদস্ত হয়
১২. তুমি পানির মত হতে চেষ্টা কর যে কিনা নিজের চলার পথ নিজেই তৈরি করেন এই পথের মত হয় না যে নিজে অন্যের পথরোধ করে
১৩. নিচু লোকের প্রধান হাতিয়ার অশ্লীল বাক্য
১৪. পুণ্য অর্জন অপেক্ষা পাপ বর্জন শ্রেষ্ঠতর
১৫. কেউ স্বীকৃতি না দিলেও তুমি তোমার সদাচরন অব্যাহত রাখবে।
১৬. বন্ধুত্ব করার মতো কোনো যোগ্য লোক পাওয়া না গেলেও অযোগ্যদের সঙ্গে বন্ধুত্ব করতে যেও না
১৭. অনুশোচনা খারাপ কাজকে বিলুপ্ত করে আর অহংকার ভালো কাজকে ধ্বংস করে
১৮. সৎকাজ অল্প বলি চিন্তা করো না বরং অল্প টুকুই কবুল হওয়ার চিন্তা কর
১৯. মানুষের কিসের এতো অহংকার যার শুরু এক ফোটা রক্তবিন্দু দিয়ে আর শেষ হয় মৃত্তিকায়
২০ . সবচেয়ে সাহসী ও বীর্যবান ব্যক্তি সেই স্বীয় কামনা-বাসনার খেয়াল-খুশির উপর বিজয় লাভ করতে সক্ষম
0 Comments:
Post a Comment