ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভলপমেন্ট অনলাইনের অনেক বড় একটি সেক্টর । শেখার জন্য হোক,অনলাইন থেকে উপার্জনের জন্য হোক। যে জন্যই হোক না কেনো আপনি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখতে চান । প্রথম অবস্থায় আপনি কিছুই বুঝতে পারবেন না। কারণ প্রথম অবস্থা আপনি যখন একটি কাজ শেখা শুরু করবেন না দেখতে পাবেন একটা নির্দিষ্ট কোন বিষয় না। বিভিন্ন বিষয়ে বিভিন্ন টপিক এবং এক একটা টপিক প্রত্যেকটা থেকে ডিফারেন্ট ওয়েতে হয়ে থাকে ।
যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো নিয়ে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শেখার জন্য ব্যবহৃত হয়---
1.এইচটিএমএল(HTML5 HTML4)
2. সিএসএস (CSS)
3.জাভাস্ক্রিপ্ট (JAVASCRIPT)
4.জে-কোয়েরি (JQUERY)
5.পিএইচপি (PHP)
6.BOSTRAP
7.ASP.NET
টেম্প্লেট তৈরির জন্য এবং ক্লাইন্ট এর ছবি থেকে ওয়েব সাইট তৈরি করতে এই ভাষা টি জানতে হয় --
6.পিএসডি (PSD)
বহুল ব্যবহৃত CMS (Content Management System) এর সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের পরের আর্টিকেল গুলো পড়ুন। এছাড়াও বিভিন্ন সিএমএস আছে ।
1. ওয়ার্ডপ্রেস
2.জুমলা
3. দ্রুপাল
4.ম্যাজেন্টো
ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। যখন এই সেক্টরটি তে আসেন কাজ করার উদ্দেশ্যে এবং আসার পর যখন দেখেন এখানে বিভিন্ন বিষয় রয়েছে তখন আপনার মত একটি কনফিউশনের সৃষ্টি হয়ে যায়। কোনটা শিখবেন কিভাবে কাজ করবেন এবং কোনটা আপনার জন্য পারফেক্ট সৃষ্টি হয় এবং আপনি ডিসিশন নিতে পারেন না আপনাকে হেল্প করার জন্য কিভাবে এই আর্টিকেল তৈরি করা হয়েছে।
কিভাবে টোটাল প্রচেষ্টা হয়ে থাকে এবং ওয়েব ডিজাইন শিখে কি করতে পারবেন এবং কোনটা দিয়ে একটি ওয়েবসাইটের কি করা হয়। ডেভলপমেন্ট কিভাবে পারবেন এবং কোনটা দিয়ে একটি ওয়েবসাইটের কি অংশঃ করা হয় এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলব আশা করি এতে করে আপনাদের মধ্যকার প্রথম অবস্থায় যে কনফিউশন সৃষ্টি হয় সেগুলো দূর হয়ে যাবে তো চলুন শুরু করা যাক প্রথমেই বলে নেয়া যাক একটি ওয়েবসাইট কিভাবে তৈরি করা হয়। ওয়েবসাইট তৈরি করা বিষয়টি বুঝতে হলে আমাদেরকে পাঁচটি আমাদেরকে একটু চিন্তা করি। আমরা যদি দেখি বিল্ডিং কিভাবে তৈরি করা হয়। আমরা সবাই দেখি আশেপাশে অনেক বিল্ডিং আছে তো এই বিল্ডিং টা কিভাবে তৈরি করা হয় সেটা যদি আমার ভালোভাবে বুঝে ফেলবে একটি বিল্ডিং এর প্রথম কি করা হয়। অবশ্যই একটি নকশা তৈরি করা হয়।
যেটা একটা কাগজে ইঞ্জিনিয়ার বা যারা নকশা তৈরি করেন তারা বিল্ডিংটার একটি নকশা তৈরি করেন এবং সেটা ফাইনাল করা হয় এবং তারপর সেই নকশা তৈরি করা হয় ইট বালু সিমেন্ট পিলার তৈরি করা হয় এবং সেটার গঠন করা হয় এবং যখন তখন সেটাতে বিভিন্ন দরজা-জানালা ইত্যাদি অন্যান্য কাজ গুলো কমপ্লিট করে সেই বিল্ডিংটাকে বসবাস উপযোগী করে গড়ে বলা হয় এমন একটি বিল্ডিং তৈরি হয়ে থাকে নকশা বা ছবি তৈরি করা বিল্ডিং এর সেকেন্ড স্টেপ বিল্ডিং এর স্ট্রাকচার তৈরি করা এবং সে বিল্ডিংটার বসবাস উপযোগী করে তোলার জন্য সেখানে কিছু জিনিস যোগ করা আমাদের ওয়েবসাইট ডিজাইন এরকম ভাবে হয়ে থাকে ।ওয়েব সাইট তৈরি করা হয়ে থাকে একটা ছবি তৈরি করা হয় দেখতে কেমন হবে ধরেন আপনি আপনার স্কুলের জন্য একটা ওয়েবসাইট তৈরি করবেন তো সেটার জন্য পাঁচটা কি করা হবে আপনি কাউকে দিবেন কাজটা সে ফার্স্টে কিভাবে একটা ছবি তৈরী করবে এই ওয়েবসাইটে এই ছবিটা কে বলা হয় এটাকে বলা হয় পিএইচডি তা দেখে আপনি চুস করবেন তা দিয়ে তিনি ওয়েবসাইট টা ইউজার ফ্রেন্ডলি করে তৈরি করবেন এটাকে বলা হয় ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট।
0 Comments:
Post a Comment